এনজেপি স্টেশনে শট সার্কিটে মৃত এক সেনাকর্মী, আহত ৪

এনজেপি স্টেশনে শট সার্কিটে মৃত্যু হলো এক সেনাকর্মীর। ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন সেনাকর্মী। তাঁদের প্রত্যেককে ঘটনাস্থল থেকে উদ্ধার করে এনজেপি (NJP) রেলওয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে।বর্তমানে তাঁরা সেখানেই চিকিৎসাধীন। ঘটনাস্থল সহ হাসপাতালে কড়া নিরাপত্তায় মুড়ে রেখেছে সেনাবাহিনী ও আরপিএফের টিম।

জানা গিয়েছে, বৃহস্পতিবার ত্রিপুরাগামী একটি সেনাবাহিনীর ট্রেন এনজেপি স্টেশনে এসে দাঁড়ায়। সেইসময় এক সেনাকর্মী জলের ট্যাংকারে জল দেখতে উঠেছিল। তখনই হাইটেনশন তার লেগে ঘটনাস্থলেই মৃত্যু হয় এক সেনাকর্মীর। পাশাপাশি জখম হয়েছে কয়েকজন সেনাকর্মী। তড়িঘড়ি তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানেই তাদের চিকিৎসা চলছে।