বিরাটিতে মেয়রের ওয়ার্ডেও বাড়ি ভেঙে মৃত্যু হয়েছে ১ জনের

শরৎ কলোনির শরৎ বোস রোডে নির্মিয়মান বিল্ডিং-এর একটি অংশ ভেঙে পরে এবং তাতে মৃত্যু হয়েছে একজনের। যাঁর মৃত্যু হয়েছে তাঁর নাম কেয়া শর্মা চৌধুরী বয়স ৪৫। তিনি পাশের বাড়িরই বাসিন্দা। তাঁর মৃত্যু হয় প্ৰমোটিং এর একাংশ ভেঙে। এলাকা যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এই ঘটনায়। স্থানীয় বাসিন্দাদের দাবি অবৈধভাবে নির্মাণ হয়েছে এই বহু তলটি। ইতিমধ্যেই এয়ারপোর্ট থানার পুলিস কর্মরত প্রায় ১৮ জনকে আটক করেছে।

উত্তর দমদম পৌরসভার পৌর প্রধান ঘটনাস্থলে পৌছান। পুর প্ৰধান ঘটনার যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। পাশপাশি ঘটনাস্থলে পৌঁছান দমদমের বিজেপি প্রার্থী শীলভদ্র দত্ত। বিরাটির শরৎ কলোনির নির্মিয়মান বিল্ডিং-এর ছাদের প্যারাপিট ভেঙে মুত্যুর ঘটনা নিয়ে রাতেই এয়ারপোর্ট থানায় প্রমোটারের নামে FIR করা হয় পরিবারের পক্ষ থেকে। স্থানীয় বাসিন্দারা জানান, তিনি সন্ধ্যায় আবাসনটির নিচে দাঁড়িয়ে ফোনে কথা বলছিলেন। এবং ওই মহিলার মাথায় সেই সময় পাঁচতলার উপর থেকে চাঙড় ভেঙে।

সেই ঘটনায় পুলিস বিল্ডিংয়ের প্রোমোটার-সহ ছ’জনকে গ্রেফতার করেছে। রবিবার সকালে এয়ারপোর্ট থানার পুলিস ওই নির্মীয়মান বাড়ির তিন প্রোমোটার, লেবার ইনচার্জ-সহ মোট ছ’জনকে গ্রেফতার করে। ঘটনায় শোকস্তব্ধ সকলেই।