চামুরচি চা এলাকা থেকে উদ্ধার হল একটি বার্কিং ডিয়ার

চামুরচি চা এলাকা থেকে উদ্ধার হল একটি বার্কিং ডিয়ার। আজ সকালে এলাকাবাসীরা চা বাগানের আশেপাশে ঘুরতে দেখেন একটি হরিণকে এরপরে খবর দেওয়া হয় বনদপ্তরের কর্মীদের।

খবর পেয়ে ছুটে আসেন জলপাইগুড়ি জেলার বানারহাট ব্লকের বিন্নাগুড়ি স্কোয়াডের কর্মীরা। তারা এসে হরিণটিকে উদ্ধার করে নিয়ে যান।

বনদপ্তর সূত্রে খবর, চামুরচি চা বাগান এলাকা থেকে একটি কম বয়সী হরিণ (স্ত্রী)উদ্ধার হয় (বার্কিং ডিয়ার)। তাকে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করার পর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে জানা গেছে।