1 এপ্রিল থেকে চালু নয়া আয়কর নীতি

আগামী 1 এপ্রিল থেকে চালু হবে নতুন আর্থিক বছর। আর এই দিন থেকে দেশে আয়কর কাঠামোয় বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন কার্যকর হতে চলেছে। এর ফলে চাকরিজীবী এবং প্রবীণ নাগরিকরা সবথেকে বেশি প্রভাবিত হবেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন তাঁর 2021 সালের সাধারণ বাজেটে সাধারণ প্রান্তিক মানুষদের মতোই নিম্নবিত্ত এবং মধ্যবিত্তের জন্য বিশেষ কোনও খুশির খবর জানাতে পারেননি। তবে চাকরিজীবী শ্রেণিকে স্বস্তি দিতে এ বারের বাজেটে আয়কর কাঠামো কিছুটা সরল করা হয়েছে। আগামী 1 এপ্রিল 2021 সালে আয়করের ক্ষেত্রে নতুন পরিবর্তনগুলি কার্যকর হবে।