৮ বছরের সম্পর্ক রীতেশ-জেনেলিয়ার

বলিউডের অন্যতম কিউট এবং আদর্শ দম্পতি রীতেশ দেশমুখ ও জেনেলিয়া দেশমুখ। সম্প্রতি রীতেশ-জেনেলিয়া একসঙ্গে কপিল শর্মার শোয়ে হাজির হয়েছিলেন। এই শো’তেই এক রহস্য ফাঁস করেন রীতেশ। সুদীর্ঘ ৮ বছরের এই সম্পর্ক চড়াই-উতরাইও এসেছে। এমনকি রীতেশের সঙ্গে সম্পর্ক ভেঙে পর্যন্ত দিয়েছিলেন জেনেলিয়া।

রীতেশ-জেনেলিয়ার প্রেম সম্পর্ক তো দু-দশক পুরোনো। ২০০২ সালে হায়দরাবাদে তুঝে মেরি কসম ছবির শ্যুটিংয়ে গিয়ে তাঁদের প্রথম দেখা। ১০ বছর প্রেম করবার পর ২০১২ সালের ৩রা ফেব্রুয়ারি বিয়ের পর্ব সেরে ফেলন তাঁরা। রীতেশকে শেষ দেখা গিয়েছে টাইগার শ্রফের বাগি ৩-তে। তাঁর আগামী ছবি বচ্চন পাণ্ডের অপেক্ষায় রয়েছে।