৬০% এরও কম কার্যকারিতা চীনা প্রতিষেধকের

ফেল করল চীনা প্রতিষেধক। চীনা প্রতিষেধকটির সাধারণ কার্যকারিতা ৬০% এরও কম। চীনের সিনোভ্যাক বায়োটেক সংস্থা করোনাভ্যাক নামের ওই সম্ভাব্য প্রতিষেধকটি তৈরি করেছে। চীনা প্রতিষেধকের আস্থা রাখতে পারছে না ব্রাজিলবাসীও‌। ব্রাজিল প্রেসিডেন্টের একমাত্র ভরসা হয়ে উঠেছে ভারত। তিনি জরুরি ভিত্তিতে ২০ লাখ টিকার ডোজ চেয়েছেন।