৫০০ মানুষের হাতে ত্রাণ সামগ্রী তুলে দিলেন মন্ত্রী রবি ঘোষ

করোনার আবহে দেশের অর্থনীতি তলানিতে। গ্রাম বাংলার জনজীবন বিপর্যস্ত । লকডাউনের এই আর্থিক দৈন্যে কাজ হারিয়েছেন বহু মানুষ । এরকম পরিস্থিতিতে আজ কর্মহীন মানুষদেরকে প্রয়োজনীয় নিত্য সামগ্রী তুলে দেন মন্ত্রী রবি ঘোষ। জানা গিয়েছে কোচবিহারের নাটাবাড়ির ভুচুংমারিতে প্রায় ৫০০ মানুষকে অত্যাবশ্যকীয় সামগ্রী তুলে দেন।

মন্ত্রী রবি ঘোষ জানান যে, করোনা আর লকডাউনে অনেক মানুষ কর্মহীন । তাদের হাতে কিছু প্ৰয়োজনীয় ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হল।করোনার আবহে অর্থনীতির চূড়ান্ত বেসামাল অবস্থায় অত্যন্ত বিপদে সাধারণ মানুষ। নাটাবাড়ির ভুচুংমারীতে ৫০০ মানুষের হাতে তুলে দেওয়া হলো অত্যাবশ্যক ত্রাণ সামগ্রী।