দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ, অতিগভীর নিম্নচাপে রূপান্তরিত হয়েছে। আগামী ৩৬-৪৮ ঘণ্টায় ঘূর্ণিঝড় রূপান্তরিত হতে পারে সেই নিম্নচাপ। শুক্রবার এমন ইঙ্গিত দিল কেন্দ্রীয় হাওয়া অফিস বা আইএমডি। এদিকে আইএমডি সূত্রে খবর, চলতি বছর বর্ষা নির্ধারিত সময়ের ৪ দিন পরে কেরল উপকূলে ঢুকতে পারে। পয়লা জুনের বদলে ৫ জুন কেরল হয়ে ভারতে প্রবেশ করবে বর্ষা এমনটাই ইঙ্গিত। তবে এবছর জুন-সেপ্টেম্বর, টানা ৪ বছর স্বাভাবিক বর্ষার ইঙ্গিত দিয়েছে কেন্দ্রীয় হাওয়া অফিস। আর এই পরিসংখ্যান কিছুটা স্বস্তি দিয়েছে কৃষি মন্ত্রককে। স্বাভাবিক বর্ষা মানে পর্যাপ্ত কৃষিকাজ। যার ওপর ভর করে, সংক্রমণের জেরে ধুঁকতে থাকা অর্থনীতি কিছুটা চাঙ্গা কড়া সম্ভব। এমনটাই মত কৃষি বিজ্ঞানীদের।