৩১ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে বেঙ্গল সাফারি

বন্যপ্রাণী এবং পুরো পার্কের ব্যবস্থা ঠিক রাখতে স্যানিটাইজেশন করার সিদ্ধান্ত নিল বেঙ্গল সাফারি কর্তৃপক্ষ। জানা গিয়েছে ২ অক্টোবর থেকে পার্কে যাত্রী এবং পর্যটকদের জন্য খোলা হয়েছিল বেঙ্গল সাফারি। যেহেতু এই করোনা পরিস্থিতির মধ্য দিয়ে পার্ক চলছে তাই পার্কের বন্যপ্রাণী, কর্মচারী , আধিকারিক সহ সমস্ত কিছু রুটিন মাফিক স্যানিটাইজেশন এর জন্য দুদিন পার্ক বন্ধ রাখা হচ্ছে। এবিষয়ে পার্কের আধিকারিকরা জানিয়েছেন যেহেতু করোনা পরিস্থিতির মধ্যেও পরিষেবা দিচ্ছেন তারা তাই সতর্কতার সঙ্গে পার্কের ব্যবস্থা ঠিকঠাক রাখতে পুরো পার্ক স্যানিটাইজেশনের সিদ্ধান্ত তাদের। এর পাশাপাশি পার্কের সঙ্গে নিযুক্ত শতাধিক কর্মচারীদের প্রত্যেকের করোনা পরীক্ষা করা হয়।