মাত্র দুটাকায় মাংস ভাত খাওয়ার ধুম পড়ল শিলিগুড়ির কোর্টমোড়ে! শুনে অবাক লাগতে পারে যে মাত্র দুটাকায়! আজকাল পশ্চিমবঙ্গের কোনো কোনো এলাকায় খুচরো দুটাকা চলে না। আর দুটাকা দিয়ে মাংস ভাত কল্পনার বাইরে! এমনই পরিকল্পনা নিয়ে শিলিগুড়ি শহরে সেবা করে যাচ্ছে শিলিগুড়ির ইউনিক সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি। জানা গেছে এদিন সোসাইটির পক্ষ থেকে শিলিগুড়ি কোর্ট মোড়ে প্রায় 100 জনেরও বেশি দুস্থ মানুষের হাতে মাত্র ২ টাকার বিনিময় তুলে দেওয়া হয় পেট ভরা মাংস ভাত।
শুধু তাই নয় স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে এর আগেও 5 টাকার নতুন বস্ত্র তুলে দেওয়া হয়েছিল শহরের দুঃস্থ মানুষদের হাতে। তবে এবার মাত্র দুই টাকার বিনিময় এই খাবার তুলে দেওয়া অত্যন্ত প্রশংসনীয় হয়ে উঠেছে শহরবাসীর কাছে। স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে এ রাকেশ দত্ত জানান যদি শহরের কোন সহৃদয় ব্যক্তি তাদের সহযোগিতায় হাত বাড়ায় তবে প্রতিদিনই তারা শহরের দুস্থ মানুষকে সুস্বাধু খাবার তুলে দেবে।