২ অক্টোবর থেকে খুলছে রাজ্যের সব চিড়িয়াখানা

শুক্রবার বনদফতরের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে আগামী ২অক্টোবর থেকে খুলছে আলিপুর চিড়িয়াখানা সহ পশ্চিমবঙ্গের সমস্ত চিড়িয়াখানা ও জঙ্গল পর্যটন কেন্দ্র। এমনকি খুলে যাবে শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কও। দীর্ঘ ৭ মাস বন্ধ থাকার পর অবশেষে খুশির খবর পশু প্রেমীদের জন্য।  

বনদফতরের তরফে এদিন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বেশ কিছু বিধি নিষেধ আরোপ করে আগামী ২৩ সেপ্টেম্বর থেকে খুলবে জঙ্গল পর্যটন কেন্দ্রগুলি। পাশাপাশি ২ অক্টোবর থেকে খুলবে রাজ্যের চিড়িয়াখানাগুলি। পর্যটন কেন্দ্রগুলি পুজোর আগে খুলে যাওয়ায় স্বাভাবিকভাবেই খুশি পর্যটন ব্যবসায়ীরা।

এখন থেকে টিকিট কাটতে হবে অনলাইনে। চিড়িয়াখানায় প্রবেশের সময় দর্শনার্থীদের থার্মাল স্ক্রীনিং করা হবে। থার্মাল স্ক্রীনিং-এ যদি কারও তাপমাত্রা বেশি হয় বা করোনা উপসর্গ থাকে তবে তাকে চিড়িয়াখানায় ঢুকতে দেওয়া হবে না। প্রতিদিন ৫০০০ জনের বেশি ঢুকতে দেওয়া হবে না চিড়িয়াখানাগুলিতে।