২১ এর আগে ২১ জুলাইয়ে সংশয়ী ভাষণ মুখ্যমন্ত্রীর


আসলেন,শোনালেন।দিয়ে রাখলেন হুঁশিয়ারিও স্বভাবসিদ্ধ ভঙ্গিতে।তবে গলায় শোনাল সংশয়ের ভাব।২১ জুলাইয়ের মঞ্চ তৈরি ছিলই। করোনার আবহে ভার্চুয়াল ভাষনেই আগামী ২১এর বিধানসভা নিয়ে ঢাকে কাঠি বাজিয়ে দিলেন। মুখ্যমন্ত্রীর দীর্ঘ ১ঘন্টারও বেশি ভাষণে উঠে আসল কেন্দ্রের বিরুদ্ধে বিষেদগার।ক্ষোভ উগড়ে দেন রাজ্যের বিজেপি নেতাদের বিরুদ্ধেও। এই মঞ্চ থেকেই রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন আগামী বিধানসভায় টিএমসি ক্ষমতায় এলে বিনামূল্যে রেশন পাবে বাংলার মানুষ।এরসঙ্গে বেকারত্ব,কর্মসংস্থানে জোর দেওয়া হবে।তার এই শহীদ স্মরনের মঞ্চে বেশিরভাগ সময় খরচ করেন বিজেপির বিরুদ্ধে।তিনি অভিযোগ করেন বিজেপি রাজস্থান, মধ্যপ্রদেশের মতো বাংলাতেও সরকার ফেলার চক্রান্ত করছে।এবং টিএমসি বিধায়কদের রাতের অন্ধকারে ফোন করে টাকার টোপ দিচ্ছে।এই সাম্প্রদায়িক সরকার রাজ্যে ক্ষমতায় আসলে জীবন জীবিকাও যাবে বলে তিনি অভিযোগ করেন