উত্তরবঙ্গ জুড়ে প্রায় দুশো স্কুলে রাজবংশী ভাষায় পঠনপাঠন শুরু হচ্ছে এদিন সাংবাদিক সম্মেলন করে জানালেন উত্তরবঙ্গের পর্যটনমন্ত্রী গৌতম দেব। সূত্রের খবর প্রাথমিক স্তরে রাজবংশী ভাষায় পঠনপাঠন শুরু হচ্ছে। প্রশাসনিক ভাবে অনুমোদন মিলেছে। উল্লেখ্য ডিসেম্বরে উত্তরবঙ্গ সফরে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজবংশী ভাষায় পঠনপাঠন নিয়ে সঙ্কেত দেন। এদিকে উত্তরবঙ্গ জুড়ে রাজবংশী ভাষায় প্রাথমিক স্তরে বিদ্যালয় পরিকাঠামো তৈরি করে দ্রুত পঠনপাঠন শুরু হবে। পাশাপাশি গৌতম দেব জানিয়েছেন কামতাপুরি ভাষাতেও সিলেবাস তৈরির প্রক্রিয়া চলছে। কামতাপুরি ভাষাতেও দ্রুত পঠনপাঠন শুরু হবে।