আগামী ১৭ ই ডিসেম্বর দুই বাংলার মধ্যে ঐতিহাসিক রেল যোগাযোগ শুরু হতে চলেছে। ওইদিন ভারতের হলদিবাড়ি ও বাংলাদেশের চিলাহাটি স্টেশনে দুটি অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে হলদিবাড়ি-চিলাহাটি রেলপথের উদ্বোধন করবেন দুই দেশের প্রধানমন্ত্রী। কিছুদিন আগেই বাংলাদেশের কমিশনার সস্ত্রীক এসে রেল লাইন ব্যবস্থা খতিয়ে দেখেছেন ।বুধবার হলদিবাড়ি স্টেশন পরিদর্শনে এসে একথা জানিয়েছেন উত্তর-পূর্ব সীমান্ত রেলের কাটিহারের ডিআরএম রবীন্দ্রকুমার ভর্মা।
তিনি বলেন, ১৭ ই ডিসেম্বর বাংলাদেশের চিলাহাটি থেকে একটি খালি ওয়াগন আন্তর্জাতিক সীমান্তের গেট পেরিয়ে হলদিবাড়ি রেল স্টেশনে এসে পৌঁছোবে। হলদিবাড়ি স্টেশনে উপস্থিত রেল আধিকারিকরা সেই ট্রেনটিকে স্বাগত জানাবেনট্রায়াল পর্যায় শেষ করে এবার ফের রেল ছুটবে হলদিবাড়ি হয়ে বাংলাদেশের চিলাহাটি পর্যন্ত ।