লকডাউনে দিনের পর দিন ভিনরাজ্যে আটকে থেকে বহু পরিযায়ী শ্রমিকই পায়ে হেঁটেই বাড়ি ফিরবেন বলে পথে বেরিয়ে পড়েছিলেন। রাস্তা কী কম দূর? সেই মুম্বই থেকে ঝাড়খণ্ডের রাঁচি। কিন্তু পথেই তাঁদের আটকে দেওয়া হয় প্রশাসনের তরফে। এমনকী মালবাহী ট্রাকে করে লুকিয়ে ফিরতে গিয়েও ধরা পড়ে গেছিলেন অনেকে। এই পরিস্থিতিতে মুম্বইয়ে আটকে পড়া ওই শ্রমিকরা যখন ক্রমেই বাড়ি ফেরার আশা ত্যাগ করছিলেন সেই সময়েই এল । জানা গেল, তাঁদের ফেরানোর জন্যে ব্যবস্থা করা হয়েছে বিশেষ ট্রেন নয়, একেবারে প্লেনের। এয়ার এশিয়ার সেই বিশেষ বিমানে করে ১৭৭ জন পরিযায়ী শ্রমিক বৃহস্পতিবার ভোরে ফিরলেন রাঁচির বিরসা মুণ্ডা বিমানবন্দরে। জীবনে প্রথমবার বিমানে চড়লেন ওই শ্রমিকরা। ফলে স্বপ্নেও আকাশে ওড়ার যে স্বপ্ন তাঁরা দেখেননি, লকডাউনের সংকটের সময় সেই ঘটনাই সত্যি হল তাঁদের ক্ষেত্রে। ফলে আনন্দে আত্মহারা শ্রমিকরা কিছুক্ষণের জন্যে হলেও ভুলে গেলেন তাঁদের এতদিনের জীবনযুদ্ধ।