পুরোনো বেতন চুক্তি কার্যকর, অবসরের সময়সীমা বৃদ্ধি সহ একাধিক দাবি নিয়ে ফের আন্দোলনের ডাক দিল চাবাগান স্টাফরা। জানা গেছে বাগানের স্টাফদের ১৫ শতাংশ বেতন বৃদ্ধি হলেও তারা সন্তুষ্ট নন। গত ১১ ফেব্রুয়ারি স্টাফ এবং সাবস্টাফ দের নিয়ে বৈঠক ঘোষণা করা হলেও তা ভেস্তে যায়। পুরোনো বেতন চুক্তি কার্যকর করা, স্টাফ ও সাব স্টাফদের অবসরের বয়সীমা বৃদ্ধি করা সহ যাবতীয় দাবির ভিত্তিতে ফের আন্দোলনের কথা ঘোষণা করে স্টাফ ও সাব স্টাফ জয়েন্ট কমিটি।
রবিবার জয়েন্ট কমিটির তরফে চালসায় একটি সভা করা হয়। সভার পর দাবির ভিত্তিতে আন্দোলনের কথা ঘোষণা করা হয়। সংগঠনের কনভেনার আশিস কুমার বসু বলেন, ‘আমরা ১৫ শতাংশ মজুরি বৃদ্ধিতে খুশি নই। শ্রমমন্ত্রী ১১ ফেব্রুয়ারি ফের বৈঠক ডাকার কথা বললেও আর কোনো বৈঠক হয়নি। তার প্রতিবাদে আগামী ২ মার্চ আমরা সংগঠনের তরফে শিলিগুড়ি অ্যাডিশনাল লেবার কমিশনারের অফিসে গিয়ে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান করব। আগামী ৮, ৯ ও ১০ মার্চ তরাই, ডুয়ার্স ও পাহাড়ের চা বাগানগুলোতে স্টাফ ও সাব স্টাফরা ৩ ঘন্টা করে কর্মবিরতি পালন করবে। সকাল ৭-১০টা পর্যন্ত চলবে ওই কর্মবিরতি। এরপরেও যদি মালিকপক্ষ ও সরকার কোনো ব্যবস্থা না নেয় তাহলে বৃহত্তর আন্দোলনে নামব।’ এদিনের সভায় তরাই ও ডুয়ার্সের বিভিন্ন চা বাগানের স্টাফ ও সাব স্টাফরা উপস্থিত ছিলেন।