১৪৪ ধারা জারি হল নন্দীগ্রামে

সুষ্ঠু নির্বাচন করাই এখন প্রধান লক্ষ্য কমিশনের। আগামিকাল বৃহস্পতিবার রাজ্যে দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচন হবে। পশ্চিম মেদিনীপুর জেলার ন’টি কেন্দ্রে হবে ভোটগ্রহণ। এর মধ্যে আছে নন্দীগ্রাম। এবার বাংলার ভোটের ‘হট সিট’ নন্দীগ্রাম। বুধবারই নন্দীগ্রামে জারি হয়েছে ১৪৪ ধারা।

বিকেল থেকেই মাইকে ঘোষণা শুরু করে দেয় পুলিশ। প্রতিটি ক্ষেত্রে সুরক্ষায় কোনও খামতি থাকছে না বলে জানান পুর্ব মেদিনীপুরের জেলাশাসক সুমিতা পান্ডে। শুরু হয়েছে নাকা চেকিং। নন্দীগ্রামের ক্ষেত্রে গোটা বিধানসভা এলাকাতেই ১৪৪ ধারা বজায় থাকবে। প্রার্থী স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বিপরীতে রয়েছেন মমতারই একদা ছায়াসঙ্গি শুভেন্দু অধিকারী।