১০০ দিনের কাজের দাবিতে বিক্ষোভ পরিযায়ী শ্রমিকদের

আজ সকালে নিজেদের দাবি নিয়ে বিক্ষোভ প্রদর্শন করে প্রায় কয়েকশো পরিযায়ী শ্রমিক। এই ঘটনাটি ঘটে জলপাইগুড়ি‌র বিডিও অফিসের সম্মুখে। সূত্রের খবর এই বিক্ষোভ টি জলপাইগুড়ি নাগরিক মঞ্চের পক্ষ থেকে সংঘটিত হয়। তাদের অভিযোগ সরকারের পক্ষ থেকেই পরিযায়ী শ্রমিকদের জন্য ১০০ দিনের কাজ ও খাদ্য সামগ্রী দেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল তবে তা যথাযথভাবে কার্যকর করা হয় নি। এই দিন ১০০ দিনের কাজ সহ আরো বেশ কয়েক দফা দাবি নিয়ে জলপাইগুড়ি বিডিওকে একটি স্মারকলিপি জমা দেওয়া হয় । জানা গিয়েছে এই বিক্ষোভ চলে দীর্ঘক্ষণ।