িব ন্যাচারাল+ েরঞ্জ লঞ্চ্ করেব আইিটিস ও অ্যামওেয়

ন্যাশনাল, ২৭ েম: ভারেত িব ন্যাচারাল+ েরঞ্জ চালু করার উদ্েদশ্য িনেয় আইিটিস’র িব ন্যাচারাল ও
অ্যামওেয় ইন্িডয়া হাত েমলােলা। িব ন্যাচারাল জুইস অ্যান্ড েবভােরেজস গ্রাহকেদর িব ন্যাচারাল+
েরঞ্েজর মাধ্যেম েরাগ প্রিতেরাধ ক্ষমতার সঙ্েগ ফ্রুট-অ্যান্ড-ফাইবােরর দ্ৈবত-উপকার েজাগােত
আগ্রহী। েরাগ প্রিতেরাধ ক্ষমতা বৃদ্িধ করার জন্য এেত েযাগ করা হেয়েছ এমন একিট প্রমািণত
উপাদান, যা ৈতির কেরেছ আইিটিস’র লাইফ সােয়ন্েসস অ্যান্ড েটকেনালিজ েসন্টার (এলএসিটিস)।
বর্তমােন ইিমউিনিটর িদেক সকেলর দৃষ্িট িনবদ্ধ রেয়েছ, েসকথা িচন্তা কেরই এই উদ্েযাগ।
আইিসএমআর-এর গাইডলাইন েমেন এই উপাদানিটর কার্যকািরতা িতন মাস ধের পরীক্িষত হেয়েছ
এবং নিথবদ্ধ হেয়েছ িসিটআরআই’েয়। অেরঞ্জ ও িমক্সড ফ্রুট – এই দুই েভিরেয়ন্েটর নতুন িব
ন্যাচারাল+ েরঞ্জ পাওয়া যােব ১ িলটার প্যােক, যার দাম ১৩০ টাকা।