িফচারেফান িরচার্েজ েভাডােফান আইিডয়া’র নয়া উদ্েযাগ

মুম্বই, ২৬ েম: িফচারেফান ব্যবহারকারী গ্রাহকেদর েভাডােফান আইিডয়া নম্বর িরচার্েজর জন্য এক
নতুন পিরেষবা চালু করল ভারেতর অগ্রনী েটিলকম সার্িভস প্েরাভাইডার েভাডােফান আইিডয়া। এই
পিরেষবা েদওয়ার জন্য েভাডােফান আইিডয়া গাঁটছড়া েবঁেধেছ েপিটএম-এর সঙ্েগ। এজন্য গ্রাহকেদর
শুধু একিট ৈবধ ইউিপআই আইিড থাকেত হেব। এই পিরেষবা িফচারেফান ব্যবহারকারীেদর জন্য
েমাবাইল ব্যাংিকং েলনেদন সম্ভবপর কের েমাবাইল ইন্টারেনেটর উপের িনর্ভর না কেরই। এরফেল
িফচারেফান ব্যবহারকারী গ্রাহকেদর নম্বর িরচার্েজর জন্য আর েকানও িরেটল টাচপেয়ন্েট েযেত
হেব না। এই পিরেষবার িভত্িত হল ইেনােভিটভ েপেমন্ট সার্িভস *৯৯# যা কাজ কের আনস্ট্রাকচার্ড
সাপ্িলেমন্টাির সার্িভস েডটা (ইউএসএসিড) চ্যােনেল।
েভাডােফান আইিডয়া িলিমেটেডর িডেরক্টর-মার্েকিটং, অবনীশ েখাসলা ইউিপআই িভত্িতক িরচার্জ
সুিবধা চালু করা প্রসঙ্েগ বেলন, েপিটএম-এর সঙ্েগ তােদর পার্টনারিশপ বহু িডিজটািল কােনক্েটড নন
এমন কাস্টমারেদর েমাবাইল ইন্টারেনেটর উপের িনর্ভরশীল না েথেকই ইউএসএসিড’র মাধ্যেম
িরচার্েজর সুিবধা েদেব। এজন্য েকানও িরেটল টাচপেয়ন্েট েযেত হেব না বা েকানও িডিজটাল অ্যাপ
লাগেব না।