গুগল পে, ফোন পে -র মতো এবার হোয়াটসঅ্যাপেও করা হবে পেমেন্ট সিস্টেম। অবশেষে ভারতেও পেমেন্ট সিস্টেম চালু করার ছাড়পত্র পেল হোয়াটসঅ্যাপ। এর ফলে সহজেই হোয়াটসঅ্যাপের মাধ্যমে টাকা লেনদেন সম্ভব। এবার এই অ্যাপকে আনুষ্ঠানিকভাবে ছাড়পত্র দিল ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া। ১৪০-এরও বেশি ব্যাঙ্কের সঙ্গে যুক্ত রয়েছে হোয়াটসঅ্যাপ ৷ এর জন্য আলাদা করে কোনও টাকা দিতে হবে না।