হোম আইসোলেশনে থাকা রোগীরা বিনামূল্যে চিকিৎসা ও পরামর্শ পাবে

করোনা সংক্রমনের বাড়বাড়ন্তে বিনষ্ট জীবনের স্বাভাবিক ছন্দ। প্রতিদিন বাড়ছে আক্রান্তের সংখ্যা। বিশেষজ্ঞদের একাংশের মতে শুরু হয়ে গিয়েছে গোষ্ঠী সংক্রমন। বহু ক্ষেত্রে হোম আইসোলেশনে থেকেই চিকিৎসা চলছে কোভিড আক্রান্তদের। এবারে টেলি কনফারেন্সের মাধ্যমে মৃদু উপসর্গ যুক্ত বা হোম আইসোলেশনে থাকা রোগীদের বিনামূল্যে চিকিৎসা পরামর্শ দানে এগিয়ে এলেন রায়গঞ্জের চারজন বিশিষ্ট চিকিৎসক।চিকিৎসকদের এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষ। 

উল্লেখ্য উত্তর দিনাজপুর জেলার পাশাপাশি রায়গঞ্জ শহরের বিভিন্ন ওয়ার্ডে বাড়ছে কোভিড রোগীর সংখ্যা। আক্রান্তদের অনেকেই মৃদু উপসর্গ যুক্ত। স্বাস্থদপ্তরের নির্দেশে হোম আইসোলেশনে রয়েছেন তারা। হোম আইসোলেশনে থাকলেও অনেকেই বিভিন্ন সময়ে শারীরিক ও মানসিক সমস্যায় ভুগছেন। ইতিমধ্যেই শহরের অনেক চিকিৎসক করোনা সংক্রমনের কারনে চেম্বার বন্ধ করে দিয়েছেন। ভয়ে সাধারণ মানুষ  হাসপাতালে যেতে চাইছেন না। ফলে সমস্যা জটিল আকার ধারন করেছে। এই পরিস্থিতিতে হোম আইসোলেশনে থাকা কোভিড রোগীদের বিনামূল্যে চিকিৎসা পরামর্শ দেবেন