হেমতাবাদ এর বিজেপি বিধায়কের অস্বাভাবিক মৃত্যুর প্রতিবাদে সিবিআই তদন্ত দাবি করে আজ উত্তরবঙ্গে ১২ ঘণ্টার বন্ধের ডাক বিজেপির

বিজেপি বিধায়কের মৃত্যুর প্রতিবাদে এবং 12 ঘন্টা বন্ধের সমর্থনে সমগ্র উত্তরবঙ্গ জুড়ে প্রতিবাদ মিছিল বিজেপির।গতকালই হেমতাবাদে বিজেপি বিধায়ক হেমেন্দ্রনাথ রায়ের সাতসকালে চায়ের দোকানে তাঁর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। বিজেপির দাবি তাঁকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। এর নিরপেক্ষ তদন্তের দাবিতে আজ 12 ঘন্টা বন্ধ ডেকেছিল রাজ্য বিজেপি। রাজ্য বিজেপি সভাপতি দিলিপ ঘোষ সহ উত্তরবঙ্গের সমস্ত বিজেপি সাংসদ নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে।এবং রাজ্যে একজন বিধায়ক খুন হয়ে যাওয়ায় রাজ্যের নিরাপত্তা নিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছে।