হিমালয়া অ্যান্টি-হেয়ারফল শ্যাম্পুর ক্যাম্পেন

দ্য হিমালয়া ড্রাগ কোম্পানি হিমালয়া অ্যান্টি-হেয়ারফল শ্যাম্পুর প্রচারের জন্য একটি নতুন ফিল্ম নিয়ে এসেছে। এই ক্যাম্পেনের মুখ্য বিষয় হল চুল পড়ে যাওয়ার ব্যাপারে মানুষের উদ্বেগ। এই সমস্যার মোকাবিলায় সকলে বেশিমাত্রায় প্রাকৃতিক উপাদান-সমৃদ্ধ সমাধানের দিকে ঝুঁকছেন, তাই চুল পড়া রোধ করতে হিমালয়া অ্যান্টি-হেয়ারফল শ্যাম্পুকে এক বিশ্বস্ত উপায় বলে তুলে ধরা হয়েছে নতুন ক্যাম্পেনে।

ফিল্মে গুরুত্ব পেয়েছে গ্রাহকরা কেমন করে হিমালয়া অ্যান্টি-হেয়ারফল শ্যাম্পুর মতো হার্বাল ও বিশ্বস্ত সমাধান বেছে নিতে সক্ষম হবেন। ‘হেলদি হেয়ার কা বড়া ওয়াদা’ ক্যাম্পেনের অঙ্গ হিসেবে এই ফিল্মের মাধ্যমে বার্তা দেওয়া হবে ‘নো হেয়ার ফল… নাও মাই লাইফ ইজ ইন মাই কন্ট্রোল’। হিমালয়া অ্যান্টি-হেয়ারফল শ্যাম্পুতে ভৃঙ্গরাজ ও পলাশের মতো প্রাকৃতিক উপাদান রয়েছে। এজন্য চুলের গোড়া মজবুত হয় ও চুল পড়া রোধ করে সুস্থ চুলের প্রতিশ্রুতি পাওয়া সম্ভব হয়।