নিজস্ব সংবাদদাতা : হায়দরাবাদে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ল দুটি ট্রেন। হায়দরাবাদের কাচেগুডা রেলস্টেশনে মুখোমুখি সংঘর্ষ হয় ট্রেন দুটির। এই দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। এর মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। প্রযুক্তিগত সমস্যার কারণেই এই দুর্ঘটনা বলে মনে করা হচ্ছে। সেই জন্যই একই ট্র্যাকে এসে গেলেও সতর্ক করা যায়নি চালকদের। মুখোমুখি ধাক্কা লাগে ট্রেন দুটির। সেকেন্দ্রাবাদ সিটি জাংশন ও কুর্নুলের মাঝে সংঘর্ষ হয় হান্ড্রি এক্সপ্রেস ও অন্য একটি ট্রেনের। মুখোমুখি ধাক্কা লাগলে হান্ড্রি এক্সপ্রেসের তিনটি বগি বেলাইন হয়ে যায়। রেলের পদস্থ কর্তারা ঘটনাস্থলে পেৌঁছেছেন। ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ আছে।
আলিপুরদুয়ার, আসাম, উত্তর দিনাজপুর, উত্তর পূর্ব, উত্তরবঙ্গ, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, দেশ, বিদেশ, মালদা, রাজ্য, শিলিগুড়ি, সিকিম