হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন সঞ্জয় দত্ত

হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন অভিনেতা সঞ্জয় দত্ত।গত শনিবার শ্বাসকষ্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন তিনি।তাঁকে মুম্বাই এর লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়।সাধারণ চিকিৎসার পাশাপাশি তাঁর করোনা টেস্ট ও করা হয় ।

অভিনেতার ব়্যাপিড অ্যান্টিজেন পরীক্ষায় করোনা রিপোর্ট নেগেটিভ। তাঁর লালারসের নমুনা সংগ্রহ করা হয়েছে। আরটি-পিসিআর পরীক্ষা করা হবে সঞ্জুবাবার। কেন অভিনেতার শরীরে আচমকা অক্সিজেনের ঘাটতি হল, তা জানতেও বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। হাসপাতাল সূত্রে খবর আজ সুস্থ হয়ে বাড়ি তিনি।