হাথরাসের অভিযুক্তদের হয়ে মামলা লড়বেন আইনজীবী অজয় প্রকাশ সিং

২০১২ সালে দিল্লির নির্ভয়া গণধর্ষণ ও মৃত্যুর ঘটনায় অভিযুক্তদের হয়ে মামলা লড়েছিলেন আইনজীবী অজয় প্রকাশ সিং। এবার হাথরাসের গণধর্ষণ ও মৃত্যুর ঘটনায়ও অভিযুক্তদের হয়ে মামলা লড়বেন তিনি। আইনজীবী দায়িত্ব নেওয়ায় অনেকেই মনে করছেন, এই মামলারও নিষ্পত্তি হতে বেশ কয়েক বছর লেগে যেতে পারে নির্ভয়া মামলার মতই।

হাথরাসের ঘটনায় ক্রমাগত উচ্চবর্ণের বিভিন্ন সংগঠনের কাছ থেকে সমর্থন পাচ্ছে অভিযুক্তরা। হাথরাসের ঘটনায় এ পি সিংকে নিয়োগ করেছে অখিল ভারতীয় ক্ষত্রিয় মহাসভা নামে তথাকথিত উচ্চবর্ণদের এক সংগঠন। অখিল ভারতীয় ক্ষত্রিয় মহাসভার তরফে বলা হয়েছে, হাথরাস কাণ্ডে দলিত সম্প্রদায়কে উচ্চবর্ণের বিরুদ্ধে মিথ্যে কথা বলার জন্য ব্যবহার করা হয়েছে।