হাতবদলের আগেই, দুই বাংলাদেশী যুবতিকে উদ্ধার করল নিউ জলপাইগুড়ি রেলওয়ে পুলিশ

শনিবার কাঞ্চনজঙ্গা এক্সপ্রেস থেকে তিন সন্দেহভাজনকে গ্রেফতার করে নিউ জলপাইগুড়ি রেলওয়ে পুলিশ। রেল পুলিশ সূত্রে পাওয়া খবর অনুযায়ি, রেগুলার রুটিং চেকিং এ ধৃতদের আটক করা হয়েছে। ধৃতদের চলাফেরায়, সন্দেহ হয় পুলিশের। জিজ্ঞাসাবাদ করতেই, কান্নায় ভেঙে পরে দুই যুবতি। জাহিরুল ইসলাম, রিকিয়া ও আজিদা নামক তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। অসমের বদরপুর থেকে কোলকাতা শিয়ালদহের উদ্দেশ্যে যাওয়ার পথেই, আটক করা হয়। ধৃত জাহিরুল অসমের বাসিন্দা পরিচয় দেয়। বাংলাদেশ কক্সবাজারের ঐ দুই যুবতির সাথে সোস্যাল সাইটের পরিচয় হয়েছে বলে জানায় সে। কোলকাতার এক হাতে তুলে দেওয়ার পরিকল্পনা ছিল তার। বিনময়ে মোটা টাকা রফা হলেও, বেশ কিছু অগ্রিম টাকা পায় জাহিরুল। জিজ্ঞাসাবাদে জহিরুল আরও জানায়, রিকিয়া ও আজিদা চলতি মাসেই আসাম-বাংলাদেশ সিমান্ত করমগঞ্জ দিয়ে, এদেশে ঢোকে। দুজনের ধৃত দুই যুবতির নকল পরিচয়পত্র সহ সমস্ত নথি তৈরি করে দেয় জাহিরুল। ধৃতদের কাছ থেকে ভুয়ো আধার কার্ড বাজেয়াপ্ত করেছে পুলিশ। জাহিরুল অসমের বাসীন্দা কিনা, সেনিয়েও সন্দেহ প্রকাশ করেছে রাজ্য গোয়েন্দা দফতরের আধিকারিকেরা।