হাইকোর্টের রায়ের পর ক্ষতির মুখে পুজো কমিটিগুলি

পুজোয় ভিড় নিয়ন্ত্রণে হাইকোর্টের রায়ের পর পুজো উদ্যোক্তাদের মধ্যে জোর চর্চা শুরু হয়েছে। এভাবে পুজো করা কার্যত কঠিন বলে তাঁরা মনে করছেন। এই রায়ের পর অনেক ক্ষতি হয়ে গেল পুজো উদ্যোক্তাদের। এই রায়ের পরই রাজ্যের কোভিড পরিস্থিতি নিয়ে নবান্নে গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক সারেন মুখ্যমন্ত্রী মমমতা বন্দ্যোপাধ্যায়।

এই রায়ের বিষয়ে ফোরাম ফর দুর্গোৎসব কমিটির সাধারণ সম্পাদক শাশ্বত বসু বলেন, ‘‌ফেস মাস্ক আর স্যানিটাইজার দেওয়ার বাধ্যতামূলক করা হয়েছে মণ্ডপে প্রবেশের সময়। দক্ষিণ কলকাতার বিখ্যাত পুজো বাদামতলা আষাঢ় সংঘের সাধারণ সম্পাদক সন্দীপ চক্রবর্তী বলেন, ‘‌মহামান্য হাইকোর্টের রায় আমরা মানতে বাধ্য। এখানে রুজি–রোজগার কমে যাবে। চাপে পড়ে খুব ক্ষতি হয়ে গেল।’