হাইকোর্টের নয়া নির্দেশ

ফের হু হু করে বাড়তে শুরু করে করোনা সংক্রমণ৷ পরিস্থিতি ভয়াবহ। নতুন রেকর্ড তৈরি হচ্ছে করোনা সংক্রমণ৷ পাশাপাশি বাড়ছে মৃত্যুর সংখ্যাও৷ এই পরিস্থিতির গুরুত্ব বুঝে এবার নির্দেশিকা জারি করল কলকাতা হাইকোর্ট৷ কোনও আইনজীবীর জ্বর, কাশির মতো উপসর্গ থাকলে তিনি আদালতে সশরীরে হাজির হয়ে সওয়াল করতে পারবেন না৷ বিচারপতি তলব না করলে মামলাকারীরাও আগামী সোমবার থেকে ৩০ এপ্রিল পর্যন্ত আদালত চত্বরে প্রবেশ করতে পারবেন না বলে জানানো হয়েছে৷