একমাস পেরিয়ে গিয়েছে দেশব্যাপী লকডাউনের। আন্তঃরাজ্য চলাচলও একেবারে বন্ধ। এই পরিস্থিতিতে হরিয়ানার স্বাস্থ্যমন্ত্রী অনিল ভিজ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে আর্জি জানালেন, হরিয়ানা থেকে যাঁরা দিল্লিতে কাজ করতে আসেন, তাঁদের সেখানেই রাখার ব্যবস্থা করুক দিল্লি সরকার। তাঁর অভিযোগ, ওই ব্যক্তিরা করোনা-বাহক হয়ে উঠছেন। সংবাদ সংস্থা এএনআইকে ৬৭ বছরের মন্ত্রী বলেন, ‘‘এর আগে তাবলিগি জামাতের ধর্মীয় সমাবেশ থেকে রাজ্যে অনেকেই এসেছিলেন। তাঁদের মধ্যে ১২০ জনের শরীরে করোনা সংক্রমণ মিলেছিল। হরিয়ানা সরকার তাঁদের চিকিৎসার ব্যবস্থা করেছিল। কিন্তু এখন বহু মানুষ যাঁরা দিল্লিতে কাজ করেন কিন্তু হরিয়ানায় থাকেন তাঁরা পাস ব্যবহার করে যাওয়া আসা করছেন। তাঁরা করোনা-বাহকে পরিণত হয়েছেন।”