গত ডিসেম্বরে বিধায়ক পদ ও তৃণমূলের সব সাংগঠনিক পদ থেকে পদত্যাগ করে মেদিনীপুরে অমিত শাহের সভায় বিজেপিতে যোগ দেন শুভেন্দু অধিকারী। এরপর আচমকাই জুট কর্পোরেশনের চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিলেন শুভেন্দু। গত ৪ জানুয়ারি কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রক শুভেন্দুকে অস্থায়ী ভাবে ওই পদে বসিয়েছিল। পদ পেয়ে প্রদানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছিলেন শুভেন্দু অধিকারী। এই পদ কেন্দ্রীয় ক্যাবিনেট মন্ত্রীর পদের সমান সন্মান বহন করে। এই বিজেপি নেতার কাজের মেয়াদ ছিল তিন বছর।
