জলপাইগুড়িতে বিদ্যুৎ দপ্তরের এক গাড়ির সঙ্গে মালবাহী লরির সংঘর্ষে জখম হলেন বেশকয়েকজন। জানা গেছে জলপাইগুড়ি রাণীনগরের কাছে জাতীয় সড়কে এই সড়ক দুর্ঘটনাটি ঘটেছে। গুরুতর জখম তিনজন বিদ্যুৎ দফতরের কর্মী। জখম দু’জনকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কোতোয়ালি থানার পুলিশ ঘটনায় তদন্তে।
প্রত্যক্ষদর্শীদের দাবি, জলপাইগুড়ি দিক থেকে বিদ্যুৎ দফতরের গাড়িটি রানীনগরের পাওয়ার হাউজে যাচ্ছিলেন। উল্টো দিক থেকে আসা এক লরির সঙ্গে দুর্ঘটনা হয়। লরি চালক সুস্থ রয়েছেন দাবি পুলিশের। এদিকে দুর্ঘটনাকে কেন্দ্র করে সামরিক সময়ের জন্য জাতীয় সড়কের যানচলাচল বন্ধ হয়েছিল। পরে পুলিশের হস্তক্ষেপে স্বাভাবিক হয় যাতায়াত। অন্যদিকে দুর্ঘটনায় সঠিক তদন্তের দাবি তুলে বিদ্যুৎ দফতরের প্রতিনিধি থানায় দারস্থ হন। পুলিশ জানিয়েছে, দু’টি গাড়ি উদ্ধার করা হয়েছে। ঘটনায় তদন্ত শুরু হয়েছে।