ভিআই-এর সিএসআর শাখা ভোডাফোন ইন্ডিয়া ফাউন্ডেশন চালু করল স্মার্ট এগ্রিকালচার সলিউশন। নোকিয়ার সঙ্গে হাত মিলিয়ে চালু করা এই উদ্যোগের উদ্দেশ্য হল কৃষকদের উৎপাদনশীলতা বৃদ্ধি করা। এই প্রোজেক্টের অঙ্গ হিসেবে ১ লক্ষ হেক্টর কৃষিজমিতে নানারকম তথ্য সংগ্রহের জন্য ৪০০ সেন্সর বসানো হয়েছে, যা ক্লাউড-বেসড ও লোকালাইজড স্মার্ট অ্যাপের মাধ্যমে বিশ্লেষণ করা হবে।
এই পাইলট প্রোজেক্ট বাস্তবায়িত হচ্ছে মধ্য প্রদেশ ও মহারাষ্ট্রের ১০০টি স্থানে, যার ফলে ৫০ হাজারেরও বেশি কৃষক তাদের উৎপাদনশীলতা ও আয় বৃদ্ধি করতে সক্ষম হবেন। স্মার্টএগ্রি প্রোজেক্টের লক্ষ্য হল – আধুনিক প্রযুক্তি ব্যবহার করে উন্নত কৃষি ব্যবস্থা, আইওটি সলিউশনের প্রয়োগ ও তথ্যসংগ্রহের ক্ষমতাবৃদ্ধির দ্বারা ক্ষুদ্র কৃষকদের জীবনযাত্রার মানের উন্নয়ন ঘটানো। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কিভাবে কৃষির উন্নয়ন করা যায় তা প্রদর্শনের জন্য নোকিয়াকে আইওটি সলিউশন প্রোভাইডার হিসেবে সঙ্গে নিয়ে মধ্যপ্রদেশ ও মহারাষ্ট্রকে বেছে নিয়েছে ভিআই সিএসআর।