স্বাস্থ্য সাথী কার্ডে পরিষেবা মিলল আলিপুরদুয়ারের ননি ভট্টাচার্য্য কলোনীর বাসিন্দা মনোরঞ্জন অধিকারীর ছেলে শচীন অধিকারী। জানা গেছে আলিপুরদুয়ারের জংশন লাগোয়া রাজমিস্ত্রী শ্রমিক মনোরঞ্জন অধিকারী এর ছেলে শচীন অধিকারী গত দুমাস ধরে পেটের ভিতরে ফোরার কারনে অসুস্থ হয়ে যায় ,স্থানীয় ডাক্তার দেখানোর পরে আসল অসুখ ধরা পড়তেই অথৈ চিন্তায় পড়ে যায় ওই রাজমিস্ত্রি পরিবার।
এরপর স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতা ধনঞ্জয় বর্মন,সুব্রত চক্রবর্তী বিবেকানন্দ ২নং অঞ্চল তৃণমূল কংগ্রেসের সম্পাদক রাহুল ঘোষের তৎপরাতায় জেলা হাসপাতালে ভর্তি করানো হয় ৷ডাক্তাররা তরিঘরি চিকিৎসা শুরু করেন৷শুধু অপারেশন ই নয় মিলেছে তাদের ঔষধ,মোট চল্লিশ হাজার টাকা খরচ হয়েছে ,এতে উপকৃত হয়েছেন বলে জানান ওই গরীব পরিবার তারসাথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর এই গরীবদের জন্য এত কিছু প্রকল্প চালু করায় অশেষ ধন্যবাদ জানান এই গরীব পরিবার৷পেটের ভিতরে ফোঁড়া হয়।