স্বাস্থ্যপরিষেবার সঙ্গে যুক্ত মানুষজনের গতিবিধি নিয়ন্ত্রণ করা যাবে না।

গোটা দেশে ক্রমেই বাড়ছে করোনা ভাইরাসের সংক্রমণ। এই সংক্রমণকে ঠেকাতে তাই আরও বেশি করে স্বাস্থ্যকর্মী সহ স্বাস্থ্যপরিষেবার সঙ্গে যুক্ত মানুষজনের সহায়তার প্রয়োজন। কেন্দ্রীয় সরকারের তরফে সোমবার রাজ্য সরকারগুলোকে বলা হয়েছে, দেশে করোনা ভাইরাসের বিস্তারকে নিয়ন্ত্রণ করতে লকডাউন চলাকালীন স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত কোনও চিকিৎসক, প্যারামেডিক্যাল কর্মী, সাফাই কর্মী এবং অ্যাম্বুলেন্সের গতিবিধি নিয়ন্ত্রণ করা যাবে না। এর আগে স্বাস্থ্যকর্মীদের গতিবিধির উপর কিছু রাজ্য নিষেধাজ্ঞা জারি করেছিল। এবার সেই নিষেধাজ্ঞার বিষয়ে সরাসরি আপত্তি জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক বলেছে যে, স্বাস্থ্যসেবার মতো অতি গুরুত্বপূর্ণ পরিষেবা যাতে চালু থাকে সেব্যাপারে রাজ্যগুলিকে নিশ্চিত করতে হবে। তাছাড়াও সব রাজ্যেই যাতে ধীরে ধীরে বেসরকারি ক্লিনিক এবং নার্সিংহোমগুলি খোলার ব্যবস্থা হয়, সেব্যাপারে তৎপর হতে হবে।