স্বাস্থ্যকর্মীরাও পেল অনুমোদন

করোনার থাবায় বাংলায় ফের থমকে গিয়েছে লোকাল ট্রেনের চাকা। যার জেরে চরম সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীদের একাংশ। রেলকর্মীদের জন্য রাজ্যে চলছে স্পেশাল ট্রেন। এবার রেলকর্মীদের জন্য স্পেশাল ট্রেনে উঠতে পারবেন স্বাস্থ্যকর্মীরাও। এই অনুমতি পেলস্থ্যকর্মীরা। সরকারি-বেসরকারি সব স্বাস্থ্যকর্মী উঠতে পারবেন স্পেশাল ট্রেনে। ট্রেনে ওঠার আগে স্বাস্থ্যকর্মীদের দেখাতে হবে পরিচয়পত্র।আনতে হবে কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতিপত্রও। স্বাস্থ্যকর্মীদের স্পেশাল ট্রেনে ওঠার অনুমতি দেওয়ার জন্য হাওড়া-শিয়ালদা ডিভিশনের কাছে আবেদন করেছিল রাজ্য সরকার।

উল্লেখ্য, গত কিছুদিন ধরেই রাজ্যে লাগামছাড়া ভাবে বাড়ছে করোনা আক্রান্তর সংখ্যা। সংক্রমণ বাড়ার অন্যতম কারণ অবশ্যই গণ পরিবহণ ব্যবস্থা। সেদিকে নজর রেখেই পরিবহণ ব্যবস্থায় রাশ টানার জন্য কয়েকটি ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। ৫ মে তিনি ঘোষণা করেছিলেন যে, রাজ্যে সমস্ত লোকাল ট্রেন পরিষেবা বন্ধ থাকবে। সংখ্যায় অর্ধেক হবে রাজ্য পরিবহণের বাস ও মেট্রো। বিমানে আসা-যাওয়া করতে গেলে চাই কোভিড নেগেটিভ রিপোর্ট। এদিকে, ভারতীয় রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, এখনও পর্যন্ত করোনায় ১৯৫২ জন কর্মীর মৃত্যু হয়েছে।