স্বামী হাসপাতালে, স্ত্রী বাড়িতে কোয়ারানটিনে! করোনা আক্রান্ত হন্ডুরাসের প্রেসিডেন্ট-ফার্স্ট লেডি

করোনা আক্রান্ত হলেন হন্ডুরাসের প্রেসিডেন্ট হুয়ান ওরল্যান্ডো হার্নান্দেজ। রাজধানীর সেনা হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। বুধবার হন্ডুরাসের তরফে প্রেস বিবৃতিতে একথা জানানো হয়েছে।

নিউমোনিয়া সংক্রমণ ধরা পড়েছে প্রেসিডেন্টের। তবে শারীরিক ভাবে তিনি ‘সুস্থ’ই আছেন বলে জানানো হয়েছে প্রেস বিবৃতিতে। হাসপাতাল থেকেই দেশের কাজকর্ম পরিচালনার বিভিন্ন সিদ্ধান্ত নিচ্ছেন প্রেসিডেন্ট হার্নান্দেজ।

প্রেসিডেন্টের পাশাপাশি তাঁর স্ত্রী গার্সিয়াও করোনা আক্রান্ত বলে জানা গেছে। তিনিও কোয়ারানটিনে রয়েছেন।