স্বস্তি মিলল রাজ্যের করোনা সংক্রমণে আক্রান্তের সংখ্যায়

বেশ খানিকটা সময় পর কিছুটা হলেও স্বস্তি মিললেও রাজ্যের করোনা সংক্রমণে আক্রান্তের সংখ্যায়৷ সংক্রমণ রুখতে করোনা বিধির সুফল কিছুটা হলেও মিলছে৷ আজ আবার রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা কিছুটা কমেছে। তবে মৃত্যু নিয়ে একটা চিন্তা রয়েই গিয়েছে। তবে কলকাতা এবং উত্তর ২৪ পরগনায় আক্রান্ত অনেকটাই কমেছে তুলনায় যা স্বস্তির ব্যাপার। রাজ্যের পজিটিভ হার আজ কিঞ্চিত কমে হল ৩.৯৪ শতাংশ। এদিকে সুস্থতার হার ৯৭.৯১ শতাংশ।

রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৯১৬ জন। সংক্রমিত জেলাগুলির মধ্যে আজ আবার প্রথম স্থানে কলকাতা। নতুন করে সেখানে সংক্রমিত যথাক্রমে ২৭৭ জন এবং উত্তর ২৪ পরগনা দ্বিতীয়, দার্জিলিং তৃতীয়। সব মিলিয়ে রাজ্যের মোট আক্রান্তের সংখ্যা ২০ লক্ষ ০২ হাজার ১৬৯ জন। এদিকে, গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩৬ জনের মোট মৃত্যু হয়েছে ২০ হাজার ৭২৩ জনের। অন্যদিকে, একদিনে করোনাকে পরাস্ত করে ঘরে ফিরেছেন ২ হাজার ৬১৪ জন। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা ১৯ লক্ষ ৬০ হাজার ৩০০ জন। বর্তমানে রাজ্যে সক্রিয় রোগীর সংখ্যা.২১ হাজার ১৪৬ জন।

এই আবহে বাংলায় RT-PCR টেস্টের খরচ কমেছে। আইসিএমআর অনুমোদন প্রাপ্ত রাজ্যের বেসরকারি ল্যাবগুলিতে RT-PCR টেস্ট করতে এতদিন পর্যন্ত খরচ পড়ত ৯৫০ টাকা। এখন থেকে এই টেস্টের জন্য খরচ লাগবে ৫০০ টাকা। এই মর্মে ইতিমধ্যেই নির্দেশিকা জারি করেছে ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল এস্ট্যাবলিস্মেন্ট রেগুলেটরি কমিশন। এদিকে বড় সিদ্ধান্ত নিয়েছে ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া। বুস্টার ডোজ হিসাবে ভারত বায়োটেকের ন্যাজাল ভ্যাকসিনকে ট্রায়ালে ছাড়পত্র দিয়েছে তারা। যারা করোনা ভ্যাকসিনের দুটি ডোজ নিয়েছেন তারা এই ন্যাজাল ভ্যাকসিন না নাক দিয়ে নেওয়া যায়, এইরূপ টিকা নিতে পারবেন।