স্বস্তি মিলছে দৈনিক সংক্রমনের সংখ্যায়

পূজার মরসুমে স্বস্তি মিলছে দৈনিক করোনা সংক্রমণের সংখ্যায়। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের শনিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ৭৪০জন। মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৩৯ লক্ষ ৩৫ হাজার ৩০৯। একদিনে মৃত্যু হয়েছে ২৪৮ জনের। করোনার বলি ২৪৮ জন। যা গত ৭ মাসে সর্বনিম্ন। দেশে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৫০ হাজার ৩৭৫ জনের। অ্যাক্টিভ কেসের সংখ্যা ২ লক্ষ ৩৬ হাজার ৬৪৩। এরইমধ্যে দেশে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ৩ কোটি ৩২ লক্ষ ৪৮ হাজার ২৯১ জন। একদিনে সুস্থ হয়েছেন ২৩ হাজার ৭০ জন। এই মুহূর্তে দেশে মহামারীর সঙ্গে লড়াই করেছে সুস্থতার হার ৯৭.৯৬ শতাংশ। 

স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, দেশে কমছে অ্য়াকটিভ করোনা রোগীর সংখ্যা। এই মুহূ্র্ত তা দাঁড়িয়েছে ২ লক্ষ ৩৬ হাজার ৬৪৩এ, যা গত ২০৬ দিনের মধ্যে সর্বনিম্ন। এই পরিসংখ্যান বড়সড় স্বস্তিদায়ক বলে মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। এই মুহূর্তে দেশের মোট করোনাজয়ীর সংখ্যা গত মার্চ থেকে সর্বোচ্চ, এমনই হিসেব মিলছে সাম্প্রতিক পরিসংখ্যান থেকে। শুক্রবারও দেশে ২৪ ঘণ্টায় করোনা সংক্রমিতের সংখ্যা ছিল ২১ হাজারের বেশি। আর শনিবার তা নেমে এল ১৯ হাজার ৭৪০এ। কমেছে মৃত্যুও। শুক্রবার যা ছিল ২৭১, শনিবার তা আড়াইশোরও কম – ২৪৮। সেইসঙ্গে কেরল, মহারাষ্ট্রের নিম্নমুখী সংক্রমণও স্বস্তি দিচ্ছে। করোনা বিরুদ্ধে জোরদার লড়াইয়ে বাড়ছে টিকাকরণের হারও।