এই বছরের স্থগিত ত্রয়োদশ আইপিএল নিয়ে আশার আলো দেখাতে পারে বিসিসিআই।আগামী কয়েকদিনের বৈঠকে সিদ্ধান্ত হতে পারে আইপিলএল নিয়ে।এই মুহূর্তে দেশে আইপিএল হওয়া প্রায় অনিশ্চিত।এই পরিস্থিতিতে সেপ্টেম্বর বা অক্টোবরে বিদেশে আইপিএল করতে মরিয়া চেষ্টা চালাচ্ছে বিসিসিআই। আর এই সুযোগই নিতে চাইছে দুবাই, শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড
পাল্লা ভারী দুবাইয়ের ।এর আগেও দেশে নির্বাচনের মধ্যে আইপিএলের কিছু পর্ব দুবাইয়ে অনুষ্ঠিত হয়েছিল।দুবাইয়ে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম, সমস্ত দেশ থেকে আন্তর্জাতিক বিমান ওঠানামার সুবিধে থাকায় এবং বিলাসবহুল হোটেলের সুবিধে থাকায় ১৪ দিনের কোয়ারেন্টাইনরও ব্যবস্থার সুবিধে আছেএই অভিজ্ঞতাকে সম্বল করে আইপিএল অনুষ্ঠিত করতে এগিয়ে মধ্যপ্রাচ্যের এই ধনী দেশ। শ্রীলঙ্কাও অনেকটা এগিয়ে।পিছিয়ে নেই সদ্য করোনামুক্ত দেশ নিউজিল্যান্ড।