সৌরভ গাঙ্গুলির রিপোর্ট নেগেটিভ

অবশেষে স্বস্তির খবর।বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলির করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে।কিছুদিন আগেই তাঁর দাদা স্নেহাশিস গাঙ্গুলি করোনা আক্রান্ত হয়।এখবর শোনামাত্রই আইসলেশনে চলে যান সৌরভও।বেশ কয়েকদিন ধরে নিজেকে গৃহবন্দি করে রেখেছেন বেহালার বাড়িতে।গতকাল তাঁর রিপোর্ট নেগেটিভ আসে। বেহালার বাড়িতে গৃহবন্দি থেকেও ভার্চুয়ালে যোগ দিয়েছিলেন বোর্ডের বৈঠকে।সেরেছেন নিজের ব্যক্তিগত কাজও।