সোশ্যাল মিডিয়ায় বিজেপিকে টেক্কা দিতে তৈরি হচ্ছে তৃণমূলের আইটি সেল । ভোটের দিন যত এগিয়ে আসছে প্রচার কাজও চলছে তুমুল গতিতে। সোশ্যাল মিডিয়ায় প্রতিটি দল নিজের দলের প্রচারের পাশাপাশি বিরোধী দলগুলিরও বিরোধিতা করছে । এই সোশ্যাল মিডিয়ায় প্রচারের দিক থেকে বর্তমানে বিজেপির সঙ্গে তৃনমূলও পাল্লা দিতে শক্তিশালী আইটি সেল তৈরি করছে।সোশ্যাল মিডিয়ায় বিজেপির মিথ্যে প্রচারের জবাব সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই দেওয়া সিদ্ধান্ত নিল তৃণমূল।এই নিয়ে তৃণমূলের পক্ষ থেকে জলপাইগুড়ির পাহাড়পুর গ্রাম পঞ্চায়েত এলাকায় একটি বৈঠক করা হয়।
পাহাড়পুর তৃণমূল সভাপতি মহম্মদ মকবুল হোসেন বলেন,সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একের পর এক মিথ্যে প্রচার চালাচ্ছে বিজেপি।যার মোকাবিলা করতে তৃণমূল দলের পক্ষ থেকে প্রায় পঞ্চাশ জনের একটি শক্তিশালী মিডিয়া টিম গঠন করা হয়েছে।এখন থেকে বিজেপির মিথ্যে প্রচারের জবাব দেওয়া হবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে।পাশাপাশি তৃণমূল সরকারের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সব উন্নয়নমূলক প্রকল্প রয়েছে প্রতিটি গ্রামের ঘরে ঘরে তার প্রচার চালানো হবে।