মুখ্যমন্ত্রীর প্রতি করা ‘মুসলিম তোষণ’ মন্তব্য আপনি প্রত্যাহার করুন। সোমবার রাজ্যপাল জগদীপ ধনখড়ের প্রতি এই অনুরোধ করল ইমাম সংগঠন। বেঙ্গল ইমাম অ্যাসোসিয়েশন বা বিআইএ, রাজ্য ও কেন্দ্র সরকারকে পদক্ষেপ গ্রহণের আর্জি জানিয়েছে। সংগঠনের অভিযোগ, “একটি অংশ উদ্দেশ্যপ্রণোদিতভাবে চেষ্টা করছে গোটা মুসলিম সম্প্রদায়কে কাঠগড়ায় তুলতে। লকডাউন বিধি ভঙ্গকারী হিসেবে মুসলিম সম্প্রদায়কে অভিযুক্ত করা হচ্ছে। যা একদম অসত্য।” সম্প্রতি নবান্ন ও রাজভবন সংঘাত চরমে উঠেছিল। রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীর চিঠি চালচালি ঘিরে উত্তপ্ত হয়েছিল রাজ্য রাজনীতি। ২৪ এপ্রিল মুখ্যমন্ত্রীকে লেখা একটা চিঠিতে রাজ্যপাল অভিযোগ করেছিলেন, “আপনি বেহায়ার মতো মুসলিম তোষণ করেন। আপনি নিজামুদ্দিন মার্কাজ প্রসঙ্গে করা সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে চাননি। উলটে বলেছিলেন আমাকে সাম্প্রদায়িক প্রশ্ন করবেন না।”