সোমবার আলোচনায় বসছে সাফাইকর্মীরা, দাবি পূরণ না হলে ফের কর্মবিরতির হুশিয়ারি

চারদিন পর শর্ত সাপেক্ষে কর্ম বিরতি তুলে নিল সাফাই কর্মীরা। অবশেষে রাজ্যের পর্যটনমন্ত্রী গৌতম দেবের সঙ্গে বৈঠকে বসতে রাজি হল উত্তরবঙ্গ সাফাই কর্মচারীর ব্যানারে আন্দোলন করা শিলিগুড়ির প্রায় দুহাজার সাফাইকর্মী। এদিন সাংবাদিক সম্মেলন করে গৌতম দেব জানান সোমবার ২২ তারিখ তাদের সঙ্গে কথা হচ্ছে। আমার তাদের দাবি ন্যায়সঙ্গতভাবে শুনবো।

উল্লেখ্য বেতন বৃদ্ধি , স্থায়ীকরণ সহ আট দফা দাবি নিয়ে গত চারদিন ধরে অনির্দিষ্টকালের জন্য কাজ বন্ধ রেখেছে পুরনিগমের সাফাইকর্মীরা।এই ফলে চরম বিপাকে পড়েছে শহর সিলিগুড়িবাসী। চারদিনে নোংরা জমে রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে । সূত্রের খবর কর্মীদের দাবি রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম সহ মুখ্যমন্ত্রীকে জানানো হয়েছিল। এবং নবান্ন থেকেই নির্দেশমতো গৌতম দেব সাফাইকর্মীদের সঙ্গে বৈঠকে বসছেন এমনটাই জানা গেছে। এদিকে পুরনিগমের বর্তমান প্রশাসক অশোক ভট্টাচার্যও বৈঠকের মাধ্যমে সমাধান সূত্র বের করার দাবি জানান। অন্যদিকে গৌতম দেবও জানান সাফাইকর্মীদের প্রতি তাদের সহানুভূতি রয়েছে।কিন্তু এভাবে জরুরি পরিষেবার কাজ বন্ধ রেখে আন্দোলন করে সমস্যা সমাধান হবে না।

জানা গেছে প্রথমদিকে সাফাইকর্মীরা বৈঠকে বসতে রাজি না হলেও আগামী সোমবারের বৈঠকে বসতে রাজি হয়েছে।তবে তাদের বেতন বৃদ্ধির দাবি থেকে সরে দাঁড়াবে না বলে সাফ জানিয়েছে। তাদের দাবি কর্মীদের বেতন ১৮ হাজার টাকা করতে হবে। মন্ত্রীর সঙ্গে সাফাইকর্মীদের বৈঠকের সম্ভাবনা তৈরী হওয়ায় আজ থেকে কর্মবিরতি তুলছেন তারা। আগামীকাল থেকে পরিষেবা দেবে। তবে বৈঠকের পর দাবি না মানলে আবারও আন্দোলনে নামবেন তারা।