সোনু সুদের নতুন উদ্যোগ

করোনা আবহে লকডাউনে আটকে থাকা হাজার হাজার পরিযায়ী শ্রমিকক ও দেশের অন্যান্য মানুষকে তাঁদের নিজের নিজের বাড়িতে পাঠাবার ব্যবস্থা করে আগেই মানুষের হৃদয় জয় করে নিয়েছেন দাবাং খ্যাত অভিনেতা সোনু সুদ। এবার সোনু সুদ উদ্যোগী হলেন লকডাউনে আটকে থাকা অসংখ্য পড়ুয়াদের দেশে ফেরাতে। করোনা মহামারী পরিস্থিতিতে কিরগিজস্তানে আটকে থাকা একদল ভারতীয় পড়ুয়াদের দেশে ফেরাতে ২২ জুলাই রাশিয়ার বিশকেক থেকে বারাণসী পর্যন্ত প্রথম চার্টার ফ্লাইটের ব্যবস্থা করলেন এই অভিনেতা।

এই ব্যবস্থা করার পর অভিনেতা সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে জানিয়েছেন যে, ‘এটা কিরগিজস্তানের সমস্ত আটকে থাকা পড়ুয়াদের জানানো হচ্ছে যে, আমরা বিশকেক থেকে বারাণসী পর্যন্ত একটি চার্টার ফ্লাইটের ব্যবস্থা করেছি। এ সংক্রান্ত যাবতীয় তথ্য আপনাদের ইমেলে ও পাঠিয়ে দেওয়া হবে।’