এ৮এইচ সিরিজে নতুন ৪কে এইচডিআর ওএলইডি টিভি নিয়ে এসেছে সোনি। এই টিভির শক্তিশালী প্রসেসর একইসঙ্গে দেয় পিকচার ও সাউন্ডের অভূতপূর্ব সমন্বয়। এ৮এইচ ওএলইডি টিভি পাওয়া যাবে ১৬৪ সেমি (৬৫) সাইজে। এই টিভির শক্তি জোগায় সেলফ-ইলুমিনেটিং পিক্সেল, যার নিয়ন্ত্রণ করে পিকচার প্রসেসর এক্স১ আল্টিমেট। এই প্রসেসরের জন্য এসডি ও এইচডি কনটেন্ট প্রায় ৪কে পিকচার কোয়ালিটি এনে দেয়। ছবিকে আরও স্পষ্ট করার জন্য এই টিভিতে রয়েছে পিক্সেল কনট্রাস্ট বুস্টার, যা কলার ও কন্ট্রাসট বৃদ্ধি করে ও টিভি দেখাকে আরও আনন্দদায়ক করে। এই সোনি টেকনোলজির জন্য ছবি একেবারে স্বাভাবিক হয়ে ওঠে। এই টিভির বেস্ট বাই প্রাইস ২৭৯,৯৯০ টাকা। ৫ নভেম্বর থেকে ব্রাভিয়া এ৮এইচ পাওয়া যাচ্ছে সকল সোনি রিটেল স্টোর্স (সোনি সেন্টার ও সোনি এক্সক্লুসিভ), www.ShopatSC.com পোর্টাল ও প্রধান ইলেকট্রনিক স্টোরসমূহ এবং শুধুমাত্র অ্যামাজন ই-কমার্স পোর্টাল থেকে।