সোনির নতুন আলফা ১ ক্যামেরা

ইমেজিং সেন্সর টেকনোলজি ও ডিজিটাল ইমেজিংয়ে অগ্রণী সোনি লঞ্চ্‌ করল এক নতুন ফুল-ফ্রেম মিররলেস আলফা ১ ক্যামেরা। উদ্ভাবনী ফিচার্স ও অ্যাডভান্সড টেকনোলজি সমৃদ্ধ আলফা ১ ক্যামেরায় হাই-রেজোলিউশন ও হাই-স্পিড পারফর্ম্যান্সের এমন সমন্বয় ঘটেছে যা ডিজিটাল ক্যামেরার জগতে আগে দেখা যায়নি। নতুন আলফা ১ ক্যামেরায় রয়েছে ৫০.১ মেগাপিক্সেল ফুল-ফ্রেম স্ট্যাকড এক্সমোর আরএস ইমেজ সেন্সর। ইন্টিগ্রাল মেমোরি-সহ নির্মিত এই সেন্সর যুক্ত হয়েছে আপগ্রেডেড বিইআইওএনজেড এক্সআর ইমেজিং প্রসেসিং ইঞ্জিনের সঙ্গে।

আলফা ১ ক্যামেরার ভিউফাইন্ডারে রয়েছে সুপার-স্মুথ ডিসপ্লের জন্য বিশ্বের প্রথম ২৪০ এফপিএস অবধি রিফ্রেশ রেট। সোনির বিখ্যাত অটোফোকাস টেকনোলজি, গ্রেডেশন ও কলার রিপ্রোডাকশন যুক্ত আলফা ১ ক্যামেরা এর ব্যবহারকারীর সূক্ষ্মতম ক্রিয়েটিভ ভিশন উপলব্ধির ক্ষমতা বৃদ্ধি করে। ১২ মার্চ থেকে নতুন আলফা ১ ফুল-ফ্রেম মিররলেস ক্যামেরা পাওয়া যাচ্ছে ভারতের সকল সোনি সেন্টার, আলফা ফ্ল্যাগশিপ স্টোর, www.ShopatSC.com  পোর্টাল ও প্রধান ইলেকট্রনিক স্টোরসমূহে। দাম ৫৫৯,৯৯০ টাকা।