সোনির ডিজিটাল ভয়েস রেকর্ডার রেঞ্জে নতুন সংযোজন পিসিএম-এ১০

পিসিএম-এ১০ সোনির ডিজিটাল ভয়েস রেকর্ডার রেঞ্জে নতুন সংযোজন হিসেবে হাজির হল এই রেকর্ডারটি। এখন ব্যবহারকারীরা তাদের প্রতিটি রেকর্ডিং পিসিএম-এ১০’এ হাই-রেজোলিউশন অডিয়ো কোয়ালিটিতে উপভোগ করতে পারবেন। ১ মার্চ থেকে পিসিএম-এ১০ পাওয়া যাচ্ছে সকল সোনি রিটেল স্টোর্স (সোনি সেন্টার ও সোনি এক্সক্লুসিভ), www.ShopatSC.com পোর্টাল ও অ্যামাজন পোর্টাল থেকে। দাম ১৮,৯৯০ টাকা।এমপি-৩ বা সিডি’র থেকেও হাই-রেজোলিউশন অডিয়ো ট্র্যাক অনেক বেশি উন্নতমানের। নতুন পিসিএম-এ১০ দিচ্ছে অ্যাডজাস্টেবল মাইক্রোফোন সেটিং। এটি যেমন কম্প্যাক্ট ও লাইট, তেমনই ১৫ ঘন্টার ব্যাটারি লাইফ যুক্ত। সোনির এই প্রিমিয়াম অফারে রয়েছে সুপিরিয়র ভয়েস ক্ল্যারিটি-সহ হাই কোয়ালিটি ও রিলায়েবল রেকর্ডিংয়ের সুবিধা।আরইসি রিমোট অ্যাপ দ্বারা ব্যবহারকারীরা রেকর্ডিং স্টার্ট বা স্টপ করতে, লেভেল ও সেটিংস অ্যাডজাস্ট করতে, এমনকী ট্র্যাক মার্ক যোগ করতে পারেন – শুধু একটি স্মার্টফোনের মাধ্যমে। এই অ্যাপের দ্বারা ব্লুটুথ টেকনোলজি ব্যবহার করে বিনা তারেই রেকর্ডারকে কন্ট্রোল করা সম্ভব।