নভেম্বর ও ডিসেম্বর – পরপর দুইমাস ৪-এর উপরে রেটিং পেয়েছে ভোডাফোন আইডিয়া। মাইকল পোর্টালে ট্রাইয়ের যে তথ্য প্রকাশ করা হয়েছে তা থেকে একথা জানা গেছে। ভারতের মোবাইল ফোন ব্যবহারকারীরা ট্রাই মাইকল (TRAI MyCall) অ্যাপ্লিকেশনে ভয়েস কল কোয়ালিটি বিষয়ে যে প্রতিক্রিয়া জানিয়েছেন তার ভিত্তিতে এই তথ্য সংগৃহিত হয়েছে। জানা গেছে, ডিসেম্বরে ১ থেকে ৫ অবধি স্কেলে ইনডোর ও আউটডোর কল কোয়ালিটি রেটিংয়ে আইডিয়ার গড় প্রাপ্তি ঘটেছে ৪.৮। এইমাসে আইডিয়া ৯৫.৯৫% সন্তোষজনক রেটিং লাভ করেছে। নভেম্বরে ইনডোর ও আউটডোর কলের ক্ষেত্রে যথাক্রমে ৪.৯ ও ৪.৮ পাওয়ার পর আইডিয়া তার হাই কোয়ালিটি ভয়েস কলের ধারা বজায় রাখতে সক্ষম হয়েছে। ট্রাইয়ের তালিকায় ডিসেম্বরে ভোডাফোন গড়ে ৪.৩ ভয়েস কোয়ালিটি রেটিং পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। ডিসেম্বরে ভোডাফোনের স্যাটিসফ্যাক্টরি রেটিং ৮৫.০৫%।